1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের কাহালুতে গলায় উড়না পেঁচিয়ে এক মহিলার আত্মহত্যা দূর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই -অধ্যক্ষ শাহাবুদ্দীন সারিয়াকান্দি থেকে ধর্ষণ মামলার আসামী কাঠমিন্ত্রী গ্রেফতার বগুড়ার ফতেহ আলী ব্রীজ নির্মাণ, সময় শেষ হলেও কাজ শেষ হয়নি

সারিয়াকান্দিতে প্রাইভেট পড়ানোর পর স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৬১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে প্রাইভেট পড়ানোর পর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মশিউর রহমান মিশু (২৫) নামে একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মিশু সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গণিত বিষয়ের খন্ডকালীন শিক্ষক।

অপরদিকে ধর্ষনের শিকার শিক্ষার্থী সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ বিষয়ে ধর্ষনের শিকার শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শিক্ষক মিশু গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষনের শিকার ওই শিক্ষার্থী অভিযুক্ত মিশুর ভাড়া বাসায় সকাল ৭ টা থেকে শুরু করে ৯ টা পর্যন্ত গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়তো। গত ৩ মাস প্রাইভেট পড়ার পর মিশু ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। প্রাইভেট শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও বেশি পড়ানোর কথা বলে ওই শিক্ষার্থীকে দেড়িতে ছুটি দেওয়া হতো। এমতাবস্থায় গত ৫ জুন সকালে প্রাইভেটের অপর শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে বেশি পড়ানোর কথা বলে আটকে রাখা হয়।

পরে সকাল ৯ টার পর হত্যার ভয় দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন শিক্ষক মিশু। পরে ওই শিক্ষার্থী বাসায় এসে গত কয়েকদিনই ধরেই মনখারাপ অবস্থায় ছিল। পরে তার মনখারাপের কারণ জানতে চাইলে ওই শিক্ষার্থী গত মঙ্গলবার তার পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে এ বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ শিক্ষক মিশুকে গ্রেফতার করেছে।

শিক্ষার্থীর বাবা বলেন, আমিও একজন শিক্ষক। শিক্ষক কারিকুলাম প্রশিক্ষণে শিক্ষক মিশুর সাথে আমার পরিচয় হয়েছে। এরপর তার কাছে আমার মেয়েকে পড়তে দেই। একজন শিক্ষকের কাছে ছাত্রী যদি নিরাপদ না থাকে, তাহলে তারা আর তারা কোথায় নিরাপত্তা পাবে। একজন শিক্ষক হিসেবে সরকারের কাছে আমি এর উপযুক্ত বিচার চাই।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট