স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, এদেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আর সেই সরকারের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান ।’ এদেশের মানুষ দীর্ঘদিন একটা গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।এবার ভোট দিয়ে বিএনপির জনপ্রিয়তা প্রমাণ করে দেবে। বুধবার(৩ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলা বিএনপির উদ্যােগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তন্য দিতে গিয়ে লালু এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ-ুউন -নবী ছালাম, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাহজাহান আলী, মহিলা দলনেত্রী সাহেরা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মনি-পঞ্চায়েত ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. হুমায়ন কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সহ-সভাপতি আহসানুল মোমেনীন সোহেল, আবু সুফিয়ান পলিন, জহুরুল ইসলাম মন্ডল শেফা, বালুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুসফিকুল আলম সিজুসহ ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনকরে।
Leave a Reply