প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৪:০২ অপরাহ্ণ
আমরা জেগে জেগে স্বপ্ন দেখব -ম. রাজ্জাক
আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আমরা জেগে জেগে স্বপ্ন দেখবো । বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ম.আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন সোনাতলা সারিয়াকান্দি উপজেলা নদী ভাঙ্গন এলাকার জীবন মান অর্থনীতি উন্নয়নে সরকারী না হলেও বেসরকারি ভাবে ইপিজেড করা হবে ইনশাআল্লাহ। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে তূলে ধরেন।
১৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানার সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভি পি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত প্রমূখ।
যুবলীগ নেতা ফজলে রাব্বি পাপনের সঞ্চালনায় সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ, রুস্তম আলী মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, তেকানি চুকাই নগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক,আল মাহিদুল ইসলাম জয়, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন দুলুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত