গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেছেন, মাফিয়া হাসিনার সরকার ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, আ’লীগ সরকার আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীকে নিজ বাহিনীতে পরিণত করেছিল। আইন-কানুন তার নিজ গতিতে স্বাধীনভাবে চলতে পারতো না। আ.লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো।
গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯নং ওয়ার্ডে গজারিয়া কেজি স্কুলমাঠে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মোমিন, সহ-সম্পাদক জসীউর রহমান সোহেল, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আ: রশিদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আ: গফুর, মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক একেএম পান্না মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, দীপু, রাজা মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল,
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুবদল নেতা শিপন, রতন, আতোয়ার, বাবু, আলীম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের পলাশ প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com