মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখা আয়োজিত শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান,
নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।
আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, অধ্যাপক নাজিম উদ্দীন, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ ভালো থাকবে। থাকবে না ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ। সুধী সমাবেশের আগে তিনি (ডাঃ শফিকুর) রোকন সম্মেলনে যোগ দেন। শেষে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন।
Leave a Reply