সোনাতলা সংবাদ ডেস্কঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দিশারী ফুড আয়োজন করছে এবার 'ঈদের খুশি সেলফি কনটেস্ট'! যাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, সেই প্রিয়জন, পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পাঠিয়ে দিন আমাদের আর জিতে নিন দিশারী ফুডের বিশেষ গিফট হ্যাম্পার!
নিয়মাবলি: * সেলফি পাঠাতে পারবেন দিশারী ফুডের ফেসবুক পেইজের ইনবক্সে অথবা disharifood2023@gmail.com এ।
* সেলফি জমা দিতে পারবেন ঈদের দিন থেকে ঈদের পরবর্তী ৭দিন পর্যন্ত। * ছবির সঙ্গে অবশ্যই নিজের নাম, যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর পাঠাতে হবে। নাম, ঠিকানা ও ফোন নম্বর ছাড়া ছবি গৃহীত হবে না। * একজন ব্যক্তি একটি ছবি পাঠাতে পারবে। * ছবিতে কোনোরকম ওয়াটার মার্ক (জলছাপ) বা লোগো ব্যবহার করা যাবে না।
* প্রত্যেক প্রতিযোগীকে দিশারী ফুডের পেইজে লাইক বা ফলো দিতে হবে। * দিশারী ফুডের পেইজে ছবি আপলোড করা হবে। ছবি প্রতিযোগীকে নিজের ফেসবুক প্রোফাইলে পাবলিক শেয়ার দিতে হবে। * ছবিতে প্রতিটি লাইকের জন্য ৩ পয়েন্ট এবং প্রতিটি শেয়ারের জন্য ১ পয়েন্ট দেওয়া হবে। শুধুমাত্র ইউনিক আইডি কাউন্ট করা হবে। অর্থাৎ, একজন ব্যক্তি যদি একাধিকবার ছবি শেয়ার দেন, তাহলে সেটি একবারই কাউন্ট করা হবে।
* পেইজে আপলোড করা মূল ছবিতে লাইক ও শেয়ারের পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে। অর্থাৎ সবচেয়ে বেশি পয়েন্টের অধিকারী বিজয়ী হবেন। * কোনোভাবেই অসৎ উপায় অবলম্বন করা যাবে না। ফেক শেয়ার বা লাইক ব্যবহার করলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যেতে হবে। *বিজয়ীদের ছবি দিশারী ফুড ব্রুশিয়ার, ক্যালেন্ডার, ডায়েরি, পোস্টার ইত্যাদিতে ব্যবহার করার অধিকার রাখবে।
*প্রতিযোগিতার শিরোনাম 'ঈদের খুশি সেলফি কনটেস্ট' হলেও যেকোনো ধর্মাবলম্বী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। * প্রতিযোগিতার যেকোনো নিয়ম বা নির্দেশনা যেকোনো সময় দিশারী কর্তৃপক্ষ পরিবর্তন করার অধিকার রাখে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com