সোনাতলা সংবাদ ডেস্কঃ আজ শনিবার পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে আজকের দিনটি প্রতিটি মুসলমানের জন্য বিশেষ আনন্দের। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। সবার ঘরে ঘরে খুশির আমেজ বয়ে যাক।
হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবণ। তবে এত কিছুরও মধ্যেও জীবন বহমান। আর সেই বহমান জীবনে স্রোতেই মানবজাতিকে চলতে হয়। তাইতো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-গানটি বাজছে ঈদুল ফিতরের আগের রাতেও। হাজারো সীমাবদ্ধতার মাঝে ঈদ উদযাপন করবে বিশ্ববাসী।
সড়কে ভোগান্তি নিয়েও ঈদে আপনজনের পাশে থাকতে গ্রামে ছুটতে দেখা গেছে অনেককে। এত কষ্টের পর প্রিয়জনের মুখ দেখা যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। এই আনন্দ ভাষায় প্রকাশের নয়।
Leave a Reply