স্টাফ রিপোর্টারঃ বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, উন্নয়নের স্বার্থে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার বিকালে বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা এ দেশটাকে স্বাধীন করেছেন বলেই আজকে আমরা বিভিন্ন পদ পদবীতে আসীন হতে পারছি। জাতির পিতার লক্ষ্য ছিল দারিদ্র্য ও ক্ষুদামুক্ত সোনার বাংলা গড়া। আর সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাহাদারা মান্নান বলেন, আপনারা আমাকে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। সারিয়াকান্দিতে আমার ছেলেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ও সোনাতলা উপজেলায় আমার ভাই মিনহাদুজ্জামান লীটনকে দ্বিতীয় বারের মতো সোনাতলা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার এ আসনে উন্নয়নে সকল নেতা কর্মীদের নিয়ে এক সাথে কাজ করবো।
বগুড়ার সোনাতলায় মধুপুর ইউনিয়নের হরিখালী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান উপরোক্ত কথা বলেন। ১১ মে শনিবার বিকালে ৪টায় হরিখালী বাজার হাটশেড ঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাজেন্দ্র প্রসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, নব নির্বাচিত উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অছিয়া আক্তার রুনা, হরিখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা মন্ডল প্রমুখ। এ সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, স্বেচ্ছাসেবক লীগনেতা শামীম রাব্বীসহ ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply