কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে কেন্দ্র সচিবের ভুলে আইসিটি বিষয়ে অকৃতকার্য ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে নতুন ফলাফলে ১৮ জন পরীক্ষার্থী পাশ করেছে। গতকাল মঙ্গলবার তাদের এই রেজাল্ট পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছেন। নতুন করে পাশের রেজাল্ট পাওয়ার পর ওই পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে কেন্দ্র সচিব ও কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কাহালু রেলওয়ে বটতলায় এই প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা নাগরিক কমিটি। প্রতবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক কামাল উদ্দিন কবিরাজ, সদস্য খোরশেদ আলম জেমস, ছাত্র অভিভাবক মোজাফফর হোসেন ও পরীক্ষার্থী শাহাদুজ্জামান বাঁধন।
সভায় বক্তারা বলেন কাহালু উপজেলা সদরের দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির কারণেএই ধরনের ঘটনা ঘটেছে। ২৩ জন পরীক্ষার্থীর আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে না পাঠানোর ফলে অকৃতকার্য হয়ে ওই পরীক্ষার্থীদের মানষিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিলো তা অনুধাবন করার মত কারো নেই। অনেক সময় দেখা গেছে ভালো ছাত্র ফেল করার পর আতœহত্যার মত ঘটনাও অনেক জায়গায় ঘটেছে। এই ধরনের ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব কে নিতো?
যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবীও জানান, প্রতিবাদ সভার বক্তারা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com