কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার পাইকড় গ্রামে একটি বাড়ির চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চুলা থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে ৪ টি বাড়িতে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ১ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলে আগুনে পুড়ে মারা গেছে একটি গরুও ৪ টি বসতবাড়ির অনেক মালামাল। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী জানান, পাইকড় গ্রামের আশরাফ আলীর বাড়ির চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কেউ বুঝে উঠার আগেই সেই আগুন ছড়িয়ে পড়ে নুরইসলাম, শাজাহান আলী ও ইব্রাহিমের বাড়িতে। আশরাফ আলীর বাড়িতে দুটি গরুর চামড়া আগুনে পুড়ে যায় । এই দুটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায় এবং একটি এখনো জীবিত রয়েছে। উল্লেখিত ৪ জনের বাড়ির অনেক জিনিসপত্র পুড়ে গিয়ে আশরাফ আলীর ৫ লাখ টাকাসহ প্রত্যেকেরই প্রায় ২ লাখ টাকার মত করে ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com