কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বিকেলে বারমাইল-নামুজা সড়কের কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সুখানগাড়ী রাস্তার দক্ষিণ পাশে খড়ের পালার ভিতর থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে উল্লেখিত স্থানে খড়ের পালার গুদার ভিতর থেকে অর্ধগলিত লাশের মূখমন্ডল শিয়াল বের করলে তা স্থানীয় লোকজনের নজরে আসে। লাশ দেখে এলাকাবাসী কাহালু থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিলেন।
মোবাইল ফোনে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করা হয়েছে কিন্তু সনাক্ত করা যায়নি। লাশ অর্ধগলিত হওয়ায় মুখমন্ডল দেখে চেহারা অনুমান করা যাচ্ছেনা। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
Leave a Reply