কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় একটি অনুমোদন বিহীন অনিকা এগ্রা ইন্ডাজষ্ট্রি সার কারখানায় বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ধরে এই অভিযান চলে। অভিযানে কারখানার ভিতরে রাখা ২৫ কেজি ওজনের ১ হাজার ৬২০ বস্তা সার তৈরীর কাঁচামালা ম্যাগনেসিয়াম সালফেট, ৫০ কেজি ওজনের ১৮৯ বস্তা জিন সালফেট, ৫০ লিটারের এসিড ভর্তি ১৬ টি ড্রাম, খালি ৪৭০ টি ড্রাম জব্দ করা হয়েছে। সরকারি অনুমোদন ছাড়া সার তৈরী ও সার তৈরীর কাঁচামাল রাখার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিক জাকির হোসেনের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা কতৃপক্ষ জানিয়েছেন কারখানায় সার তৈরীর জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম স্থানীয় সাংবাদিকদের জানান, অনুমোদন ছাড়া সার তৈরী ও সার তৈরী রাখার অপরাধে কারখানার মালামাল জব্দ, কারখানা সিলগালা ও কারখানা মালিকের জরিমানা করা হয়েছে। এছাড়াও কারখানায় তৈরী সার ফসলের উপযোগী কিনা-না তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। এই অভিযানে নির্বাহী ম্যােিস্ট্রটের সাথে ছিলেন বগুড়ার বিএসটিআইয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, অন্যান্য কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য
Leave a Reply