কাহালু (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে অপহৃত ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৪২) কে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ টি স্বাক্ষরিত ফাঁকা চেক, একটি স্ট্যাম্প, একটি তরবারি, একটি লোহার এ্যাঙ্গেল, দুইটি কাঠের লাঠি, একটি স্মার্ট মোবাইল ফোন ও অপহরণের কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল।
পুলিশ সুত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কাহালু বাজার থেকে ব্যবসায়ী আমিনুল নিজ বাড়ি মুরইল সোনারপাড়া যাওয়ার পথে কাহালু পৌর এলাকার সারাই বাজার এলাকায় ৪/৫ টি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা তার গতিরোধ করে। সেখান থেকে তাকে অপহরণ করে বগুড়ার দিকে নিয়ে যায় তারা। এঘটনায় ঘটনার রাতেই আমিনুলের স্ত্রী মোছাঃ হালিমা কাহালু থানায় একটি মামলা করলে পুলিশ অপহৃত আমিনুলকে উদ্ধারে তৎপর হন।
বুধবার ভোর ৪ টার দিকে মামলার এজাহার ভুক্ত আসামী ব্রাজিলের বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিম আমিনুলকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় মুরইলের আবু সাইদের পুত্র ইউপি মেম্বার মোঃ সিহাব শেখ (৩৫), সামন্তাহার পোড়াপাড়ার নান্নুর পুত্র মোঃ আলম (২৯), মুরইল মধ্যপাড়ার মৃত নাছির শেখের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক (৫০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ টি স্বাক্ষরিত ফাঁকা চেক, একটি স্ট্যাম্প, একটি তরবারি, একটি লোহার এ্যাঙ্গেল, দুইটি কাঠের লাঠি, একটি স্মার্ট মোবাইল ফোন ও অপহরণের কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল।
তদন্তকারী কর্মকর্তা ও কাহালু থানার এস আই সোলাইমান জানান, এই মামলার আসামী আলোচিত বাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃতরা সবাই ব্রাজিল বাহিনীর সদস্য। তারা নানা অপকর্মের সাথে জড়িত।
Leave a Reply