কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২৮ অক্টোবরের পর বিএনপিসহ আরও কয়েকটি দলের ডাকা ৪র্থ দফার অবরোধ কর্মসূচীর প্রথমদিন গতকাল বুধবার কোন প্রভাব পড়েনি বগুড়ার কাহালু উপজেলায়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইসলামী ব্যাংকের আশেপাশে জড়ো হতে দেখা গেলেও পুলিশের সতর্ক অবস্থায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তারা বাঁধা সৃষ্টি করতে পারেনি। আওয়ামীলীগ কার্যালয় ও স্থানীয় রেলওয়ে বটতলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শক্ত অবস্থানের নেতাকর্মীরা যেকোন পরিস্থিত মোকাবেলায় সতর্ক পাহারায় ছিলো।
এছাড়াও কাহালু চারমাথা, রেলগেট, রেল স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। অবরোধ থাকলেও সকাল থেকে সারাদিনই যানবাহন চলাচলসহ সব কিছুই স্বাভাবিক ছিলো।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com