কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ অর্থঋন আদালতের মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী কাহালুর ভাইবোন বেকারী মালিক মুকুল হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি দামাই থেকে তাকে গ্রেফতার করে কাহালু থানার এ এস আই কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স। মুকুল উপজেলার দামাই গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র।
পুলিশ জানান, অর্থঋন আদালতে মকুলের বিরুদ্ধে মোট ৪ টি মামলা রয়েছে। তারমধ্যে দুটিতে সাজাপ্রাপ্তসহ আরও দুটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতার পরোয়ানা জারি করে। উল্লেখযোগ্য একটি চেকের মামলায় ২০ লাখ টাকা জরিমানাসহ ১ বছরের সশ্রম কারাদ্বন্ড হওয়ার পর থেকে মুকুল পলাতক ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com