কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা অর্থদন্ড সাত মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল ইসলাম মণ্ডল (৫০) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত (৯ জুলাই) সাড়ে ১২ টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম উপজেলার শেখাহার গ্রামের মৃত খয়বর আলীর পুত্র।
পুলিশ সূত্র জানান, মামলা নম্বর ৮৩৮/২১ দায়রা, ৯৩সি/ ২০২০ (দুপচাঁচিয়া) সংক্রান্তে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ বগুড়া কর্তৃক ০৭ (সাত) মাসের সশ্রম কারাদন্ড ৫ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা অর্থদন্ডে দন্ডিত হন নুরুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com