কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ চলতি অর্থ বছরে প্রথম দফায় বগুড়া-৪ আসনের এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন এঁর পাওয়া বরাদ্দ থেকে তার নির্বাচনী এলাকা কাহালু উপজেলায় মোট ৬০ টি প্রকল্প দিয়েছেন। এই ৬০ টি প্রকল্পের অধিকাংশ প্রকল্পে বিভিন্ন কাজের সাথে মাটি ভরাট কাজের কথা উল্লেখ করা হয়েছে। অসময়ে মাটি ভরাট প্রকল্প দেওয়ায় মাটি পাওয়া নিয়ে অনেকটা অশ্চিয়তা রয়েছে।
উপজেলা ত্রান অফিস সুত্রে জানা গেছে গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য কাবিখা খাদ্যশষ্য চাল-গম ও কাবিখা নগদ অর্থ দিয়ে এই ৬০ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই ৬০ টি প্রকল্পের মধ্যে ১১ টি প্রকল্পের বিপরীতে ৪৯ মেঃটন গম, ১২ টি প্রকল্পের বিপরীতে ৪৭ মেঃটন চাল ও ৩৭ টি প্রকল্পের বিপরীতে ৫৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬০ টি প্রকল্পের মধ্যে প্রায় সবগুলো প্রকল্পেরই বরাদ্দের অর্ধেক চাল-গম ও নগদ অর্থের ডিও ইতিমধ্যে প্রকল্পের সভাপতিদের কাছে দেওয়া হয়েছে।
এদিকে প্রকল্প সভাপতি বরাদ্দের অর্ধেক চাল-গম ও নগদ অর্থের ডিও ইতিমধ্যে পাওয়ার পরেও অধিকাংশ প্রকল্পের কাজ এখনো তারা শুরুই করেননি। কয়েকজন জানিয়েছেন তারা ডিও পাওয়ার পরেই প্রকল্পের কাজ শুরু করেছেন। আর যারা প্রকল্পের কাজ শুরু করেনি তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন আবহাওয়া ভালো হলেই তারা কাজ শুরু করবেন।
তথ্যমতে ৬০ টি প্রকল্পের মধ্যে প্রায় ৪৬ টি প্রকল্পে ইট সলিং, গাউড ওয়াল নির্মাণ ও ড্রেন নির্মাণের সাথে মাটি ভরাটের কথা উল্লেখ করা হয়েছে। মাটি ভরাট প্রকল্প দেওয়া হলেও এসময় মাটি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন সব জমিতেই আমন ধান গাছ ও অন্যান্য ফসল রয়েছে। রাস্তার ধারে নয়নজুলিসহ মাটির সম্ভাব্য জায়গাগুলোতে রয়েছে পানি। অনেকের মতে বিশেষ করে আমন ধান কাটার পর এই মাটি ভরাট প্রকল্প দেওয়া সবচেয়ে উত্তম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানান, বর্তমানে বৈরী আবহাওয়া। প্রকল্প সভাপতিরা জানিয়েছেন ৮/১০ দিনের মধ্যেই তারা কাজ শুরু করবেন। প্রকল্প নিয়ে সরকারের ভাবমূর্তি যাতে কেউ নষ্ট করতে না পারে, সেইদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে আমরা মাঠে থাকবো সবসময়।
Leave a Reply