কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ খরিপ মৌসুমে উপশি আউশ ধান ও পাট চাষের জন্য গতকাল দুপুরে বগুড়ার কাহালু উপজেলার দেড় হাজার কৃষক কৃষি প্রণোদনা হিসেবে বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে।
উপজেলা অডিটোরিয়াম হলে কৃষি অধিদপ্তর আয়োজিত সার-বীজ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মোছাঃ রওশন আরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস ও সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান।
Leave a Reply