কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার কাহালু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল শোডাউন দেওয়া হয়েছে।
বিভিন্ন ইউনিয়ন থেকে পরিবহন যোগে এসে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সাংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আহছানুল হক, কাহালু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আব্দুল হাকিম, কামাল উদ্দিন কবিরাজ আব্দুল হান্নান, মানিক উদ্দিন কবিরাজ, এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল, আঃ রশিদ লালু, পিএম বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার, হুমায়ন কবির, প্রচার সম্পাদক রুহুল আমিনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ।
উল্লেখ্য যে, অনেকে মনে করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে আওয়ামীলীগ বিরোধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন পরে হলেও এই জনপদে আওয়ামীলীেেগর একটি বিশাল শোডাউন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকল অতিতের সকল বিভেদ ভুলে ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাই একট্টা হয়েছে।
নেতাকর্মীদের মতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিরোধী শক্তিদের মোকাবেলা করার জন্যই রাজপথে থাকবো। তাদের মতে আগামীতে সকল দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই। যারফলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছে।
Leave a Reply