কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বিএনপির সবাবেশকে ঘিরে যেকোন পরিস্থিতি মোকাবেলায় গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বের করা হয় বিক্ষোভ-মিছিল। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হারেজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিটু চৌধুরী, পংকজ কুমার মুখার্জী, হুমায়ন কবির,প্রচার সম্পাদক রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মামুন হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, রুহুল আমিন তালুকদার বেলাল, তোতা মিয়া সাহানা, মতিউর রহমান রুমী, ইসমাইল হোসেন, এ্যাডঃ আজাহার আলী, মাসুদ রানা, আলামিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী টনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক ইমরান হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দস, তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, সাধারণ সম্পাদক বাবু কবিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply