কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা।
সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com