কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু মুসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও জাতীয় স্বর্ণ এবং রৌপ্য পদকপ্রাপ্ত মাছচাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।
Leave a Reply