কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শাভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার।
সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে এগিয়ে চলা সফল নারীদের মধ্যে শিক্ষক খায়রুন নাহার খেয়া, আমেরিকায় স্কলারশিপ পাওয়া মেধাবী ছাত্রী সাদিয়া, সালে নওগাঁ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী ছাত্রী সীমা আকতার।
এদিকে উপজেলা প্রশাসনের সকল কাজে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজকে উপজেলাবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
Leave a Reply