কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা নাড়–য়া আশ্রায়ণে নতুন করে আরও ১০ ভুমিহীন ও গৃহহীন পরিবার জায়গাসহ পাবেন পাকা বাড়ি। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় গৃহহীন ও ভুমিহীনদের জন্য এই বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, ইউপি মেম্বার এমদাদুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, (ক) শ্রেণির গৃহহীন পরিবারকে পূর্ণবাসন কল্পে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির আশ্রায়ণ প্রকল্পের আওতায় এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। ১০ টি বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে ২৯ লাখ ৩৫ হাজার টাকা। উল্লেখ্য যে, ইতিপূর্বে অত্র উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গার উপর ১৭৩ টি পাকা বাড়ি নির্মাণ করে সেখানে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com