কাহালু প্রতিনিধিঃ শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ পরিষদের উদ্দ্যেগে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মরহুম মুনসুর রহমান মুন্নুর শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ পরিষদের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. কামাল উদ্দিন কবিরাজ।
উক্ত শোক সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি সুলতান আলী কবিরাজ, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, অত্র পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম (শফিক), অত্র পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার মূখার্জী, অত্র পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মামুন হোসেন, অত্র পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সামছুদ্দোহা রাবু, উপজেলা আওয়াসীলীগনেতা নয়ন তালুকদার, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল আলম নিলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাহানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক নূরেন বাক সিদ্দিকী রেন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিপুল কুমার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, কাহালু সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম আজম সুমন প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুম মুনসুর রহমান মুন্নুর রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পরিষদ আয়োজিত শোকসভা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com