কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রোববার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি শেষে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুছা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
Leave a Reply