কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ঋনের চাপে সুচিত্রা রাণী (২৮) নামের এক মহিলা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, সংসারে ঋন থাকায় সুচিত্রা রাণী ঘটনার দিন তার স্বামী শ্রী গৌড়চন্দ্রের সাথে ঋন বিষয়ে ঝগড়া করে। ঝগড়ার পর স্বামী মাঠে কাজ করতে গেলে বাড়ির সকলের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান সুচিত্রা।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে থাকলে গৌড়চন্দ্রের মা সাধিকা রাণী বুঝতে পেরে সুচিত্রাকে দুপচাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কাহালু থানার এস আই শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com