কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার রাতে বগুড়ার কাহালু থানায় দুটি ধর্ষন ও একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন ভোক্তভোগীরা। তিনটি মামলার মধ্যে দুটি মামলায় একজন করে মোট দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তিনটি ঘটনার মধ্যে সবচেয়ে বেশী আলোচিত হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধু ধর্ষনের ঘটনা।
পুলিশ সুত্র জানায়, উপজেলার কালাই কুমারপাড়ায় মোঃ মুক্তার হোসেন (২৫) নামের এক যুবক সেখানকার এক হিন্দু গৃহবধুকে ধর্ষন করে মর্মে গত শনিবার সন্ধ্যায় থানায় এজাহার দিয়েছে। মুক্তার উপজেলার কালাই কুমারপাড়ার মোঃ মোকলেছের পুত্র। ওই এজাহারে উল্লেখ করা হয়েছে গৃহবধুর স্বামী নাপিতের কাজ করেন। তিনি সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়ে রাত ৯টায় ফিরেন।
গত ৮ মার্চ সেখানে একটি পিকনিকের অনুষ্ঠানে যান গৃহবধু ও তাঁর কন্যা। বিকেল ৫ টার দিকে পিকনিকের অনুষ্ঠানে কন্যাকে রেখে গৃহবধু বাড়িতে আসলে সাথে সাথে মুক্তার ধারালো অস্ত্র গৃহবধুর গলায় ধরে হত্যার হুমকি দিয়ে চিৎকার করতে নিষেধ করে। তারপর জোড়পূর্বক গৃহবধুকে ধর্ষন করে। ধষনের সময় প্রাণের ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারেনি এই অসহায় মহিলা।
এদিকে উপজেলার গুরুবিশা গ্রামের মোকছেদ আলীর পুত্র মোঃ জাহিদ হাসান শুভ (৩০) নামের এক ব্যক্তি সেখানকার এক গৃহবধুকে প্রায় ক্যু-প্রস্তাব দেওয়াসহ পথে-ঘাটে দীর্ঘদিন যাবত উত্যাক্ত করে আসছে। বিষয়টি অভিভাবককে জানানোর পর জাহিদ ক্ষিপ্ত হয়ে আরও বেপোয়ারা হয়ে উঠে । সম্প্রতি গৃহবধুকে বাড়িতে একা পেয়ে তাকে রাতের বেলায় ঝাপটে ধরে জাহিদ। গৃহবধুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালালে গৃহবধু চিৎকার দিলে জাহিদ পালিয়ে যায়। এই ঘটনায় গত শনিবার রাতে কাহালু থানায় মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ জাহিদকে গ্রেফতার করে।
অপরদিকে উপজেলার প্রত্যাপপুর গ্রামের এক গৃহবধুর সাথে পরিচয় হয় নাটোর জেলার সিংড়া উপজেলার মৌগ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ আবু হিমেল (২১) নামের এক যুবকের। সেই পরিচয়ের সুবাদে নানা প্রলোভন দিয়ে হিমেল গৃহবধুকে ফুঁসলিয়ে গত ৩ মার্চ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার সানড়া গ্রামে নিয়ে যায়। সেখানে হিমেল তার ফুফুর বাড়িতে রেখে গৃহবধুর ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধর্ষন করে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে কৌশলে হিমেলকে এলাকায় এনে থানায় মামলা দিলে পুলিশ হিমেলকে গ্রেফতার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই তিনটি ঘটনার মধ্যে দুটি ঘটনার সাথে জড়িত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। হিন্দু মহিলা ধর্ষিত হওয়ার পর থেকে আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply