কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আড়োলা উচ্চ বিদ্যালয়ের আইসিটিস শিক্ষক আঃ রহিমের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবীতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ-মিছিল করেছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ছাত্রীরা ক্লাশ বর্জন করে দরগাহাট-আড়োলা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে।
বিক্ষোভকারীদের দাবী আইসিটি শিক্ষক আঃ রহিম স্কুলের ল্যাবে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। ইতিপূর্বে গত ১১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ছাত্রীরা ম্যানেজিং কমিটির কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে গত ২২ এপ্রিল তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কর্তমানে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য ছাত্রীরা এবার বিক্ষোভ-মিছিল করলো।
এব্যাপারে অভিযুক্ত শিক্ষক আঃ রহিম জানান, ছাত্রীদের অভিযোগ্য সত্য নয়। এব্যাপারে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জোবায়ের নোমান জানান, অভিযুক্ত শিক্ষককে আগেই সাময়িক বরখাস্ত করা হয়। তবে সে কৌশল করে অভিযোগকারীদের স্বাক্ষর নেয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্দ হয়ে উঠে। যারফলে তারা গত দুদিন ধরে ক্লাশ বর্জন করে বিক্ষোভ-মিছিল করে।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, আমি অন্য কাজে ব্যস্ত থাকায় আমার প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠিয়ে দিয়ে জানতে পারি অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের স্বাক্ষর নিয়েছে বরখাস্তের আদেশ প্রত্যারের জন্য। যারফলে ছাত্রীরা ক্ষোভে বিক্ষোভ-মিছিল করেছে। তবে আর তারা ক্লাশ বর্জন করবে। তাদের কাছ থেকে অভিযোগ নিয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com