কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শিবাকলমা গ্রামে হিন্দু পল্লীতে রাকিব (২৪) নামের এক চাঁদাবাজ গণপিটুনিতে নিহত হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে এই ঘটনা উল্লেখিত গ্রামে ঘটে।
কাহালু থানা পুলিশ সুত্রে জানা গেছে সন্ত্রাসী আতাউর রহমান ও তার বাহিনীর ১০/১২ শিবাকলমা গ্রামে ফনিন্দ্রনাথ সরকারের বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে ১২ লাখ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে ফনিন্দ্রনাথ ভয়ে ২ হাজার টাকা বের করে দিলে তাকে মারপিট শুরু করে আতা বাহিনীর লোকজন। এসময় প্রতিবেশী শাখা চন্দ্র সরকার এগিয়ে এলে তাকে আতা ও তার বাহিনীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে আতা বাহিনীকে ধাওয়া করে।
এসময় গ্রামবাসীর গণপিটুনিতে রাকিব (২৪) ঘটনাস্থলে মারা যায়। রাকিব উপজেলার পরিশেষ গ্রামের মৃত শামছুল ফকিরের পুত্র। পরে পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কাহালু থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply