কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে বগুড়ার কাহালু উপজেলার ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৪৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ১৭৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন ও অকৃতকার্য হয়েছে ২৬৫ পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সুত্রমতে উপজেলার ২৯ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬১৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন ও অকৃতকার্য হয়েছে ১৬৩ জন।
২৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬১১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৮জন ও অকৃতকার্য হয়েছে ৬৮ জন। ৭ টি ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন ও অকৃতকার্য হয়েছে ৩৪ জন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ তাঁর ফেসবুকে পোস্ট করা বার্তায় লিখেছেন এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা। আর যারা আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি তাদের আগামী দিনের জন্য দোয়া।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com