কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু মুসার সরকারি বাসার দরজার তালা ভেঙ্গে চোরেরা নগদ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ চুরি করে। এসিল্যান্ড মোঃ আবু মুসা জানান, আমি ছুটিতে থাকায় বাসায় কেউ ছিলোনা। বুধবার রাত ১১ টার দিকে উপজেলা আবাসিক এলকায় কোয়াটারে থাকা লোকজন ফোনে আমাকে জানান, আপনার বাসার তালা ভাঙ্গা। পরে বাসায় এসে খোঁজ নিয়ে দেখা গেছে বাসায় রাখা নগদ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ চুরি হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, বাসায় কেউ না থাকায় বুধবার দিনের বেলায় কোন এক সময় এই চুরির ঘটনা ঘটতে পারে। তিনি আরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com