কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কাহালু উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ, শিক্ষার্থীদের কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাাাঠ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন প্রমুখ।
আলোচনা সভা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার।
Leave a Reply