কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালুর চারমাথাস্থ ডিলারের দোকান ঘরে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন, কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা, ওএমএস এর ডিলার মোহাম্মাদ আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কাহালু পৌরসভার হাইস্কুল রোডে ও সারাই বাজারে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply