কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারে ইউপি চেয়ারম্যান আঃ রহিমের মার্কেটের নীচতলায় একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত কাপড় ও দুটি মটরসাইকেল পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন দ্রæত ঘটনাস্থলে পৌছলে ওই মার্কেটের উপর তলার বসবাসকারী ১২ জন নারী-পুরুষ প্রাণে বেঁচে যান। কাহালু ফায়ার স্টেশনের লিডার আহসান হাবিব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাসেল মন্ডলের কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ায় পর সেখানে গিয়ে দেখি উপর তলায় বসবাসরত লোকজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আমরা কেচিগেট কেটে উপর তলার ১২ জন নারী-পুরুষকে উদ্ধার করি। তারপর কাপড়ের দোকানের আগুন নিভিয়ে ফেলি। নারহট্ট ইউপি চেয়ারম্যান আঃ রহিম জানান, ফায়ার সার্ভিসের লোকজন দ্রæত আসায় অনেকে প্রাণে রক্ষা পেয়েছেন। এছাড়াও আগুন নিয়ন্ত্রে আনার ফলে অন্যান্য দোকান ও উপর তলার বাসাতে আগুন ছড়াতে পারেনি।
Leave a Reply