কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা এলাকায় এস্কেভেটর মেশিন দিয়ে কৃষি জমির মাটিকাটার দায়ে জিল্লুর রহমান নামের এক ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে ১ লাথ টাকা জরিমানা আদায় করা হয়।
গত শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে মালঞ্চা এলাকায় অভিযান চালানো হয়। অবৈধভাবে কৃষি জমিতে মাটিকাটার সময় এস্কেভেটর মেশিনসহ জিল্লুর রহমানকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি জানান, বালুমহাল ও মাটি ব্যস্থাপনা আইন-২০১০এর সংশ্লিষ্ট ধারায় জিল্লুর রহমানের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply