কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কর্তনের অপরাধে তিনজনের ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত শনিবার দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলার শিকড় ও ঘন কালাই এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। অভিযানে উপজেলার ঘন কালাই এলাকায় অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ঠান্ডু মিয়ার ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে উপজেলার শিকড় মধ্যপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কর্তনের অপরাধে আমীন ও আলীম নামের দুজনের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে নিশ্চিত করে জানিয়েছে জরিমানা আদায় করাসহ মাটি বহনের তিনটি ট্রাক আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com