কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ”সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের পুরাতুন ভবনের কাছে এই সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক।
Leave a Reply