কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এঁর নির্দেশে দুঃস্থ পরিবারের লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ এঁর আন্তরিকতায় দুঃস্থদের মাঝে ঈদের দিন কারবানির মাংশ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কাছ থেকে সংগ্রহ করা কোরবানির মাংশ নিয়ে দুঃস্থ পরিবারের কাছে হাজির হন কাহালু উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। তারা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ও অসহায় দুঃস্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ কোরবানির মাংশ বিতরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসস্থানে গিয়ে মাংশ বিতরণ করায় অসহায় পরিবারের সকলেই মহাখুশি।
দুঃস্থদের মাঝে মাংশ বিতরণ কাজে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ারসহ অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ।
Leave a Reply