কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ খাদ্যগুদামে সরকারিভাবে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারী অনুষ্ঠিত হয়।
লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেনিরা আফরোজ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানান, চলতি মৌসুমে খাদ্যগুদামে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ১ হাজার ৩৭৯ মেঃটন ধান ৩০ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃটন ধান দিতে পারবে।
ধান দেওয়ার জন্য অনলাইলে নিবন্ধন করেন ৪ হাজার ২৬ জন চাষি। তাদের মধ্যে লটারীতে নাম উঠেছে ৪৫৯ জনের। লটারীতে যাদের নাম উঠেছে কেবল তারাই খাদ্যগুদামে ধান দিতে পারবে।
Leave a Reply