কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে চাঁদাবাজী করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার শিবাকলমা গ্রামে আতা বাহিনীর লোকজন ফনিন্দ্র চন্দ্র সরকারের বাড়িতে গিয়ে ১২ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় দাবীকৃত চাঁদা না দেওয়ায় ফনিন্দ্রকে মারপিট শুরু করলে তাকে উদ্ধারে শাখা চন্দ্র এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে আতা বাহিনী।
এই খবর পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে আতা বাহিনীর সদস্য রাকিব (২৪) কে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
এই ঘটনায় ফনিন্দ্র চন্দ্র বাদী হয়ে গত শনিবার থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করলে ঐ মামলায় রোববার রাতে নিতাই চন্দ্র (২৬) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে। নিতাই শিবাকলমা গ্রামের লঙ্কেশ্বরের পুত্র।
অপরদিকে নিহত রাকিবের বোন শামসুন্নাহার বাদী হয়ে গত রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এই দুটি মামলার বিষয়ে নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।
Leave a Reply