কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে কুলছুম বেগম (৩৫) নামের এক স্বামী পরিত্যাক্তা মহিলা আত্মহত্যা করেছেন। গত বুধবার (২২ জানুয়ারি) রাতে কোন এক সময় বীরকেদার ইউনিয়নের ভোলতা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মানসিক রোগী হওয়ায় কুলছুম স্বামী পরিত্যাক্তা হন। ঘটনার রাতে কুলছুম যথারীতি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখেন ঘরের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।
কাহালু থানার ওসি মোঃ শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না পাওয়ায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Leave a Reply