কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলার কাইট বড়পুকরা নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে সবুজ (৪০) নামের এক ব্যক্তি আতœহত্যা করেছে। সবুজ কাইট গ্রামের হাসেম আলীর পুত্র। সবুজের স্ত্রী জানান, আমার স্বামীর মাথার সমস্যার কারনে ঠিকমত কাজকর্ম করতে পারেনা। মাঝে-মধ্যে অটো চালালেও সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এছাড়াও অনেক সময় সবুজ পাগলামীও করে। ঘটনার দিন সকাল ১০ টার দিকে হটাৎ করে আমাকে কিছু টাকা দিয়ে বলে চাল এনে ভাত রান্না করে দেও। আমি দোকান থেকে চাল এনে দেখি ঘরের তীরের সাথে উড়না পেঁচানো আমার স্বামীর ঝুলন্ত লাশ। স্থানীয় লোকজন জানান, মাথার সমস্যার কারণে সবুজ ঠিকমত কাজকর্র্ম করতে পারেনা। এদিকে এনজিও থেকে নেওয়া ঋনের কিস্তি আছে তাঁর। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। সংসারে অভাব-অনটন, ঋনসহ তাঁর মাথার সমস্যা কারনে সবুজ আতœহত্যা করেছে বলে অনেকটা নিশ্চিত করেন স্থানীয় লোকজন।
Leave a Reply