কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে ইউক্যালিপ্টার গাছের সাথে গলায় রশি লাগিয়ে মকবুল হোসেন (৯০) আতœহত্যা করেছে। মকবুল পিলকুঞ্জ ফকিরপাড়ার মৃত জোহর উদ্দিনের পুত্র। জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধ মকবুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল শনিবার সকাল ফকিরপাড়া উজ্জলেন বাঁশঝাড়ে গাছের সাথে গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হোসেন সবুজ জানান, পারিবারিক অশান্তির কারনে তিনি আতœহত্যা করেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, বৃদ্ধের ছেলেরা জানিয়েছেন তার পেটের ব্যাথার কারনে আতœহত্যা করেছে। তারপরেও বিষয়টি পরিস্কার হওয়ার জন্য ইউডি মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply