কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার সাতরুখা গ্রামের একটি বাড়ির পিছনে গাছপালার মত বেড়ে উঠা প্রায় ১০ ফুট লম্বা তরতাজা একটি গাঁজার গাছের সন্ধান পায় পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ ওই গাছটি তুলে ফেলেন এবং গাঁজা চাষের অপরাধে বাড়ি মালিক ইমরান হোসেন (২৪) কে গ্রেফতার করে। ইমরান উল্লেখিত গ্রামের লোকমান আলীর পুত্র। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৮ (ক) গাঁজা চাষের অপরাধ ধারায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply