কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে শর্টগান ও পিস্তলের দুটি গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বড় চাকু, একতি লোহার পাইব, একটি খেলনা পিস্তল এবং অস্ত্র বহনের মোটরসাইকেলেসহ দুজনকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে জামগ্রাম আঃ গফুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের আঃ রহমানের পুত্র মোঃ শাহিন (৩৫) ও আঃ মতিনের পুত্র আজিজুল ইসলাম (৩০)।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, নন্দীগ্রামের একজন বড় ব্যবসায়ী দুপচাঁচিয়ায় ধান দেন। তিনি মালঞ্চা-জামগ্রাম সড়ক হয়ে দুপচাঁচিয়া থেকে নন্দীগ্রামে যান। এই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ থেকে প্লান করে গ্রেফতারকৃত দুজনসহ কয়েকজন দুষ্কৃতিকারী।
এই তথ্য পাওয়ার পর মালঞ্চা-জামগ্রাম সড়কের ভেটিসোনাই ও পরিশেষের মাঝপথে পুলিশ অবস্থান নেয়। পুলিশি অবস্থান টের পেয়ে গ্রেফতারকৃত দুজনসহ অন্য দুস্কৃতিকারী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দুজনকে জামগ্রাম গফুরের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
তিনি আর জানান, এবিষয়ে সার্বিক তথ্য সংগ্রহসহ মামলা প্রক্রিয়াধীন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com