কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে যৌতুকের দাবীতে গৃহবধু তাহমিনা সুলতানা (২৪) হত্যা মামলার মূল আসামী স্বামী হেফজুল বারী (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। হেফজুল বারী কাহালু উপজেলার মাগুড়া পূর্বপাড়ার মোকলেছার রহমানের পুত্র।
পুলিশ সুত্রে জানা গেছে সারিয়াকান্দি উপজেলার মানিক দাইর গ্রামের গনি মুন্সীর কন্যা তাহমিনা সুলতানাকে কয়েক বছর আগে বিয়ে করে হেফজুল বারী। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাহমিনাকে নির্যাতন করে স্বামীসহ শশুড়ালয়ের লোকজন। ২০২২ সালের ৩ মার্চ যৌতুকের দাবীতে হেফজুলসহ তার পরিবারের লোকজন গৃহবধু তাহমিনাকে হত্যা করে আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। সেদিন বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হলে পুলিশ তাহমিনার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। দীর্ঘদিন পর ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে তাহমিনা আতœহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তাহমিনার স্বামী হেফজুল বারীসহ শশুড়ালয়ের ৪ জনের বিরুদ্ধে কাহালু থানায় একটি হত্যা মামলা করা হয়।
Leave a Reply