কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার ভোর ৪ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার কুমারপাড়া একটি পরিত্যাক্ত চাতালে গোপন বৈঠক করেছে জায়ায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে অনেকে পালিয়ে গেলেও সেখান থেকে ৩ জামায়াত নেতাকে গ্রেফতার কর হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি ককটেল, ৪ প্লাস্টিকের ব্যাগের অর্ধেক ভর্তি পাথর ও ১৫ টি বাঁশের লাটি। গ্রেফতারকৃতরা হলেন বীরকেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও ডেপুইল গ্রামের আরব আলীর পুত্র মোঃ আব্দুল হামিদ (৫৭), বীরকেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বড় কাশ্মিমালা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ শাহিনুর আলম (৫৫) ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও ডেপুইল গ্রামের মৃত আলতাব হোসেনের পুত্র মোঃ আতাউর রহমান স্বপন।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, দেশ বিরোধী অপতৎপরতা ও নাশকতার পরিকল্পনা করার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভোরে গোপন বৈঠকে বসে। এঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত তিনজনসহ ২৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com