কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে গ্যাস ট্যাবলেট সেবন করে মাবিয়া খাতুন (৪০) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে অজ্ঞাত কারণে উপজেলার নারীকেলী গ্রামে নিজ বাড়িতে সে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে সে মারা যান। মাবিয়া নারীকেলী গ্রামের আঃ হাকিমের স্ত্রী। কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, মেডিক্যালে মারা যাওয়ায় এঘটনায় বগুড়ায় ইউডি মামলা হয়েছে এবং এখানে শুধু বার্তা পাঠিয়েছে।
Leave a Reply