কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে গলায় ফাঁস লাগানো স্ত্রীর লাশ ঘরে রেখে পালানোর বগুড়া সদর উপজেলার নুনগোলা থেকে স্বামী মোঃ জুয়েলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার পিরাপাট ফকিরপাড়া থেকে স্বামীর শয়ন কক্ষ থেকে পুলিশ গলায় ফাঁস লাগানো গৃহবধু সানজিদা আক্তার (১৯) এর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গ্রেফতারকৃত জুয়েল পিরাপাট গ্রামের সাহিদুল ইসলামের পুত্র। আর জুয়েলের স্ত্রী সানজিদা বগুড়া সদর উপজেলার দাঁড়িয়াল গ্রামের সেকেন্দার আলীর কন্য। স্থানীয় লোকজন ও পুলিশের প্রাথমিক ধারনা বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় গৃহবধু সানজিদা গলায় ফাঁস দিয়ে নিজে আতœহত্যা করেছে অথবা তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী জানান, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী মিলে ৫০ হাজার টাকার লোন তোলে। রাতে দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে এবং দুজন একই ঘরে ছিলেন। রাতে গৃহবধুকে হত্যা করা হয়েছে না তিনি নিজেই আতœহত্যা করেছে তা কেউ বলতে পারেনা। নিজ শয়ন কক্ষে গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো সানজিদার লাশ রেখে স্বামী ও শাশুড়া পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার কারণে অনেকের সন্দেহ সানজিদাকে হত্যা করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো পর অনুসন্ধান চালিয়ে জুয়েলকে নুনগোলা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com